খিদের জ্বালায় অশিক্ষিত আদিবাসী মানুষটি গোসাপ পুড়িয়ে খায়...


শহরের ছেলে, বাবু, রোজ ড্রেনে ভাত ফেলে |
ফেন দিয়ে ওর মা শাড়িতে মাড় দেন |
ওর বাবা মাছের কাঁটা, মাংসের হাড়গুলো হুলোকে খাওয়ান |


শহরে ভাতের অভাব নেই, আছে মানুষের অভাব |
গোসাপ লুপ্ত হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে,
তাই মানুষকে আর গোসাপ মারতে দেওয়া যাবে না!
গোসাপ না থাকে পিঁপড়ের ডিম তো আছে...
অশিক্ষিত লোকই গোসাপ হত্যা করে |


সেই অশিক্ষিত মানুষটি অন্ধকারে পিঁপড়ের ডিম হাতড়ায়,
তারপর ওর সত্তার উপর ঢিপি গজিয়ে ওঠে |
পুড়ে মরার অবকাশ পায় না বলে,
কবর খুঁড়ে ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে!