'আমার সূর্যের দেশে জন্ম | আমি আর্য' |
'জ্যোৎস্নায় মাখা দেশ আমার | স্থাপত্যের কারুকার্য' ||


'সিন্ধু আমার বাবা মা' |
'ফুলে ধানে ভরা নীল নদের উপত্যকা' ||


'বহু পথ ঘুরে বাণিজ্যে আসি |
রাজপাটের পাশে শস্য ফলায় সুফলা জমিতে চাষী ||
আগে ছিলাম শিকারী |
জীব হত্যা মহাপাপ | এখন সভ্যতার কান্ডারী' |


'আমারও তাই | কিন্তু ধর্ম আলাদা |
তবে সনাতনেরই অঙ্গ সব, একই ঈশ্বর খোদা ||
তোমার রূপে গুণে মুগ্ধ আমি হে মহাবীর |
তোমা ছাড়া জীবন আমার অশান্ত অস্থির' ||


'তুমি মায়াবী | মোহাচ্ছন্ন করেছো আমায়' |
'চলো বিবাহ করি তোমায়' ||
'মনুষ্যত্ব সব থেকে বড় ধর্ম' |
'সন্তানরা পালন করবে তা | আমরা বুঝবো তাদের রক্ষার মর্ম' ||


সিন্ধুর জলে, নীলের জলে ভেসে গেছে সে সব সভ্যতা |
সন্তানরা হারিয়ে গেছে কোন অতলে | ইতিহাস হারিয়েছে জানার ক্ষমতা ||
প্রেম আজও অমর |
যেমন শান্ত গগনে তেজস্বী দিবাকর ||
কিন্তু সনাতন ভুলে গেছে সবাই |
ধর্মে ধর্মে হানাহানি আজ প্রেমকেও দেয়নি ঠাঁই ||
সভ্যতার কান্ডারী সব রক্ত দিয়ে খেলে |
ইতিহাস শোনে কান পেতে | চোখ দুটি না খুলে ||