কবি কর্মবিমুখ নন।
কবিতা চলমান জীবনেরই অঙ্গ-
থমকে থাকতে মানা, বয়ে চলাই ধর্ম।
কিন্তু কর্ম যখন ইঁদুর ধরার কল-
কর্ম করে যখন সুখ নেই,
দিনে রাতে কর্ম হানা দেয়...
কবিতা অকাল স্রোতের কবলে পড়ে
অচেনা অজানা ঘূর্ণিতে হারিয়ে যায় !
অদেখা রয়ে যায় কবির ভবিতব্য...
মানুষ রোবট হতে পারে,
কিন্তু কবি কখনোই রোবট নন
কারণ রক্ত মাংস ছাড়াও তার মান ও হুঁশ আছে।
ফ্ল্যাট বাড়ি যেমন বিকেলের রোদ চুরি করে,
ইঁদুর দৌড় চুরি করে অবকাশ।
হারায় মানবিক সত্তা-
কঠোর গদ্যের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাব্য।
কবি নিজের ঠাঁই খুঁজে বেড়ান নিজেরই অন্তরে...