সত্যের প্রতি আগ্রহ; না, সত্যের কাছে পরাজয়।
অসাধুর প্রতি ঘৃণা; না, মিথ্যার অবক্ষয়।
ক্রোধের শিকার হয়ে বাঁচা; না, ক্রোধকে জয়।
লোভীর সাথে পাল্লা দেওয়া; না, বন্ধ অকারণ অন্যায় অপচয়।
হিংসায় হিতাহিত হারানো; না, আর হিংসা নয়।
অশান্তি মাথায় নিয়ে চলা; না, ভোরের শান্ত সূর্যোদয়।


রক্ত দিয়ে রক্ত ধুলে রক্ত কী মোছা যায়!
'যুদ্ধ নয়, মীমাংসা চাই', ধূর্ত শিয়াল কয়!