জন্ম ঘরেই।
মনে যার প্যাঁচ আছে,
সংসার তারই কথায় ওঠে বসে।
কুচুটে স্বভাবের চালাক স্বভাবের মানুষই
সংসারের হাল ধরে।
সরল ও বোকা যারা
যত লেখাপড়া শিখুক না কেন
কর্তা বা কর্ত্রীর অধীনে।


দেশ সব থেকে বড় সংসার।
এক এক বিন্দু মিলে সাগর,
এক এক সংসার মিলে দেশ।
অনেক বড় মাপের খেলা চলে।
লেখাপড়া করা লোক ঠাঁই পায় না-
তার মন কাক চক্ষুর ন্যায় স্বচ্ছ :
কুস্তির প্যাঁচ সে জানে না।
ধূর্ত শৃগাল হেঁটে বেড়ায় ভাগাড়ে
জীবিত মরার সন্ধানে!
সাধারণে কেবল বোতাম টেপে
কিন্তু রিমোট কাদের হাতে?