ভাতের লড়াই বড় লড়াই: তার থেকেও বড় মানের লড়াই।
কোনও রাস্তাই সমতল নয়: সবটাই চড়াই উৎরাই।


শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকার লড়াই আমি লড়েছি।
মা বাবার সংগ্রামের পরিধি অনেক বড়: ভাববেন না বাড়িয়ে বলছি।


স্থায়ী নয় সুখ দুঃখ যত।
ভূমি কোল সফলতা বিদায় আজ আশাহত।


ফিরে তাকানো মানে কী পিছিয়ে পড়া
না, বিবেকের দরবারে মানুষ গড়া!


মা আকাশ পানে বাড়িয়ে হাত, টেনে নিয়েছেন সুনিশ্চিত কোলে।
বাবা খুঁজেছেন মুক্ত সমুদ্র তলে।


আমি ভেদ করেছি অরণ্য, সাঁতরেছি সমুদ্র।
জ্ঞানের আলোয় দ্বিজ হয়েছে নমঃশূদ্র।


আমি এগিয়ে যেতেই জন্মেছি।
যে দেশের পথই হোক, বরণ করেছি।


পিছনে তাকানো পাপ।
পিছিয়ে পড়া মানুষদের ভুলে যাওয়াটা অভিশাপ!


বড় হব মা বাবাকে সাথে নিয়ে, দেশকে মনে রেখে।
স্বার্থপরতার কালো ধোঁয়া দেবেনা প্রাণকে ঢেকে।