ভালোবেসে করেছি বিয়ে-
অল্প বয়সে বেঁধেছি ঘর, বুকে অনেক আশা নিয়ে।


দশটা সম্বন্ধ দেখার পর, একটা গেল টিকে।
মা বাবার আশীর্বাদে জীবন হয়নি ফিকে।


তারুণ্যে ভরা জীবন আমার, সবুজ আমার রং।
তাজা রক্ত যখন বয়, লোহায় ধরে না জং।


চুল পাকলে ক্ষতি নেই, টাক থাকলে আরও ভালো।
বিয়ের পর প্রেম হলে নেভে নাকো আলো।


যে প্রেম বিয়ের আগে ছিল, তার উপস্থিতি চিরকাল।
প্রেম কখনও মরে না, আসুক যতই আকাল।


বিচ্ছেদ তোমাদেরই বেশি, সকলে এটাই বলে।
নিজের ইচ্ছায় করিনি কিছু: আলাদা হওয়ার ভাবনা তলিয়েছে অতল তলে।