মা বাবার কোল থেকে সন্তান কখনও হারায় না
কারণ সে তাদের চোখের মণি,
সাত রাজার ধন।


সন্তানের সব গুণ গাইতে না পারলেও
তাদের সব দোষ তারা ক্ষমা করে দেন বৈকি।
সন্তান-সুখ বাড়ি গাড়ির থেকেও বড়-
সন্তান হারালে বাড়ি গাড়ির কোনও দাম থাকে না।
নিজে মা বাবা না হলে বোঝা যায় না
যে জ্বালাটা কতটা।
মা বাবার ঋণ কোনও দিনও শোধ করা যায় না- সমুদ্রে বাঁধ দেওয়ার মতো !
বুকের দুধ ও পরিশ্রমের ঘাম তাজা রক্তের থেকেও সতেজ।


শুধু আমাদেরকে ভালো মা বাবা হয়ে দেখতে হবে।