আমার বড় মেয়ে ভালোবেসে বিয়ে করলো  
কিন্তু ছেলেটার রেজিস্ট্রি করা ছিল- ও জানলো বিয়ের পরে।
ছোট মেয়েটা ঠকেছে, ডিগ্রি ও পায়নি,
মান বাঁচিয়ে এসেছে ফিরে ঘরে।


দুঃখের কথা কাকে বলবো !
লোকে বলবে, 'মায়ের শিক্ষা নেই, মা দেখায়নি সঠিক রাস্তা।
আমারও ভালোবেসেই বিয়ে, ভালো মানুষও পেয়েছি...
আচ্ছা ওদের কী দোষ বলুন ? ভালোর হাত ভালোই ধরবে: এ কথা এ যুগে সস্তা।


মেয়েদের সাথে চোখের জল ফেলি,
গোপন কথা গোপন থাক, বলারও উপায় নেই।
সমাজ পরিজন ভালো নয়: হিংসা করে ও সুযোগ খোঁজে।
ওদের বাবা কাজ নিয়ে ভুলে থাকে, জীবন জোয়ারে আমি পাই না খেই।


আমরা- মা বাবা- চিরকাল থাকবো না।
মেয়ে দুটোর কী হবে ?
মানুষ প্রচুর, ভালো মানুষ হাতে গোণা, ভালোবাসার মানুষ পাওয়া দায়...
ওদের ভালোবাসা কী ওদেরকে ভালোবাসা এনে দিতে পারবে ?