আমি খারাপ মানুষ নই-
সংসারে কোনও মর্যাদা পাইনি।
আশা আমার বান্ধবী মাত্র-
হাত ‌‌‌‌‌‌‌‌‌ধরেছি, গাত্র ছুঁইনি।


সংসারে হ্যাটা হয়েছি প্রচুর।
আর টান ছিল না।
আইনের শাসনে আজ নই ভীত-
সংসার আমি মানি না!


শুরু করতে চাই নতুন জীবন-
পুরনো পাতা ঝরুক গাছ থেকে:
শীতের পরে পাবো বসন্তের মন...
কোকিলের কুহু ভরাবে অন্তরের শূন্যতাকে।