মাস দিয়ে এখন আর কাল বিচার করা যায় কী ?
মানুষের তান্ডবে মানুষেরই আজ বেহাল পরিস্থিতি !
গ্রীষ্মে কোকিল ডাকে।
বর্ষায় কাঁঠাল পাকে।
শরতের বন্যায় ম্লান উৎসব।
হেমন্তে কামড়ায় শীতের দানব।
শুনেছি শীত আরো প্রকট হবে অথবা এবার হারিয়ে যাবে- উত্তপ্ত পৃথিবী...
বসন্তের ভ্যাপসা গরমে হারায় ছন্দ এই কবি।
অরণ্যে রোদন অবাস্তব।
কিন্তু বাস্তবে অরণ্য কোথায়- নগর সভ্যতা গিলেছে সব !
শহরে শুকায় চোখের জল,
কাঁদেনা, তাই মন হারায় মনোবল।
চলো আজ ধ্বংস করি নগর।
বাঁচাই প্রাণ, বাঁচাই বৃক্ষ, বাঁচাই পাখি, বাঁচাই পশু...মুক্তি হোক অমর।