আমাদের সকলের মধ্যে
একজন মাস্টারমশাই আছেন।
একজন ছাত্রও আছে বৈকি।
সঠিক শিক্ষা পরীক্ষায় পাস করা নয়,
সঠিক পথে এগিয়ে চলা
আর মানুষের মতো মাথা উঁচু করে বাঁচা।


নিজের ভিতরের এই দুজন মহামানবকে
সদা লালন পালন করা দরকার-
একজন হারিয়ে গেলে জীবন অন্ধকার।


জীবন থেকে যদি ছাত্র হারিয়ে যায়-
কেউ আর শিখতে চাইবে না:
অপঠিত মানুষ বাঁচবে ভেড়ার মতো।


জীবন থেকে যদি হারিয়ে যায় মাস্টারমশাই -
শেখাবার কেউ থাকবে না:
অপুষ্ট মানুষ ঘুরে বেড়াবে তীর্থের কাক হয়ে।


যদি দুজনেই হারিয়ে যায়-
শিক্ষা আনন্দ বাজার পত্রিকার নিরুদ্দেশের পাতায়:
অমানুষে মানুষ শিকার করবে।