১/ ভীতি


ছোটবেলায় ছিলাম বাঘের টোপ-
নিষ্পাপ ছাগ শাবক।
এখন বাঘের সাথে পাল্লা দিই, হাউন্ড...
বুকের পাটা: জয় হোক।


২/ জমা জল


জমা জলে গা চুলকায়- গরীব বড়লোক দেখে না সে।
চামড়ার সাথেই তার সম্পর্ক।
মানুষ মাত্রই চামড়া থাকে- সেটা অনুভূতি।
জল অর্থে বয়ে চলা জীবন, সে আবার জং ধরা লোহার মতো জমেও যায়।
প্রত্যেক জীবনেই দুঃখ আছে।