মায়া নয়, মোহ |
স্বচ্ছ জলতরঙ্গ নয়, আবিল কর্দমাক্ত আসক্তি |
ঘোলাটে চোখ নিয়ে দেখছে আমাকে:
এই বুঝি গিলে খাবে আমার গোটা অস্তিত্ব!


আমার আচার আচরণে হি হি হাসে |
খুঁতখুঁতে আমার ভাষা পরিভাষা নিয়ে |
যাকে পেতে চায়, তাকে পায় না-
না পাওয়ার আক্রোশ জমে জমে পাহাড় হয়...


বন্ধুত্ব ভাসিয়ে আমি পাড়ে উঠি |
জলে নেমে মুক্ত বিহীন ঝিনুক আর খুঁজবো না কোনও দিন-
এই শপথ নিয়ে!