ফিরে আসি ঘরে দিনের শেষে
শুধু তোমাকেই ভালোবেসে।


মায়ার বন্ধনে রেখেছ আমায় ধরে
এই দয়ামায়াহীন বিশ্বসংসারে।


সাত জন্মের প্রসব ব্যথা
দেখিয়েছে পথ- নারীর অন্তরে মায়ের কথা।


কাপুরুষ নই, সৎ পথে চলি,
গায়ে জড়ানো তোমার নামাবলী।


ভেসে যাই নি আমি-
ধ্বংসের থেকে বন্ধন দামি।


হেরে যেতে পাই না ভয়-
জানি তোমার হাত ধরেই আসবে বিজয়।