নদী বলে, 'এ জল রাখা বৃথা। ভাসাবো কাকে'?
নৌকা বলে, 'আমি জন্মেছি ভাসবো বলে নদীর বুকে'।
হাওয়া, আগুনের মতো সাক্ষী:
আকাশের কোলে পক্ষী।
স্রোত কখনও মরে না- সময় তা বলে যায়।
নদী ও নৌকা উভয় উভয়কে আজীবন চায়।
নৌকা বলে, 'আমি কাঠের টুকরো নই। ভেসে যাবো। ঠাঁই নেই'।
নদী বলে, 'জলাশয়ে স্রোত নেই। আমার বুকে নৌকা পাবে খেই'।