আমি নারী মন বুঝি না:
ঘোলা জলে খেই পাই না।
আমার দ্বারা প্রেম হবে না:
মা বাবাই খুঁজে দেবেন হাত ধরার হাত।


আমি বুঝি না প্রেম মানে কী ?
সকল নারীর সাথে হেসে কথা বলি,
কারো বুকে মুখ লুকিয়ে কাঁদবার অবকাশ পাই না-
সে আমাকে কাঁদাবে ভালোবেসে, বেদনার ঘায়ে নয়।


আমার বিপরীত তৈরি হয়ে আছে আমার জন্য,
অপেক্ষা করছে আমার জন্য।
ধ্রুবতারা পথ দেখিয়ে নিয়ে যাবে ঠিক।


তাকে দেখলে চাঁদের স্নিগ্ধতা ধুয়ে দেবে দু নয়ন,
দু হাতের ময়লা মুছে দেবে নদীর স্রোত,
মায়াজালে আবদ্ধ মন খুঁজে নেবে প্রাণের স্পন্দন...