কুসুম কহে, 'হে ভ্রমর তুমি আমার চিরসখা।
বসো আমার গাত্রে নইলে লাগে বড় একা'।।
ভ্রমর কহে, 'যখন তুমি প্রস্ফুটিত হও নাই, নিজের অস্তিত্ব পাই নে খুঁজে।
যখন তুমি ঝরে যাও চোখের জল ফেলি মুখ গুঁজে'।।


ভ্রমর কুসুম আদি অনন্তকালের সখাসখী।
সৃষ্টিকর্তা প্রজাপতির আশীর্বাদে সদা প্রাণচঞ্চল ধরিত্রী।।