আমি বউ চাই না,
প্রেমিকাও না-
আমি একজন এমন বান্ধবী চাই,
যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি-
পরম বান্ধবী- ভিন্ন শরীর কিন্তু এক আত্মা এক প্রাণ।
এক সাথে:
হাসবো, গাইবো, নাচবো, খেলবো, ঘুরবো, চলবো, বাঁচবো...
কাঁদবো, মরবোও...


কে বলে প্রেম ও বন্ধুত্ব আলাদা ?
বন্ধুত্বে বিশ্বাস এলেই প্রেম আসে।
প্রকৃত বন্ধুই ভবিষ্যতের প্রেমিক বা প্রেমিকা।


আমি 'হাব্বি' বা 'বি-এফ' হতে চাই না কারো...
আমি প্রণাম চাই না- স্বামীর ভক্তি,
আমি চুমু চাই না- প্রেমিকের প্রেম,
সময়ে অসময়ে, বিপদে আপদে, সুখে দুঃখে, জ্বর জ্বালায়
চিরকাল তোমার বিশ্বস্ত বন্ধু হয়ে হাত ধরতে চাই।
এই বিশ্বাসের আসনে আমি দূর্গা কালীকেও বসাবো না
কারণ বিপদে তাদের শত ডাকলেও পাবো না
কিন্তু তুমি ঠিক পাশে থাকবে।
আর যে আগে চিতায় উঠবে,
অপরজনকে সে হাত ধরে টেনে নেবে !


মা বাবার পর বিশ্বাস করে যার হাতটা ধরতে পারবো,
তাকেই আমি বন্ধু করবো।
আমি রূপে নয়, ভক্তিতে নয়, প্রেমে নয়,
বিশ্বাসের কাছে আত্মবলিদান দেব।