নারী তুমি আমাকে বলেছিলে
তোমার ভালো বন্ধু হতে।
কিন্তু তুমি আমার ভালো বন্ধু হলে কই ?
তোমার প্রচুর সখা, আমি সঙ্গীহীন, তুমি থেকেও নেই...
তোমাকে আমি বোঝাতে পারিনি যে
তুমি আমার ভালোবাসা, আমার বান্ধবী, আমার সাথী...
তোমাকেই চেয়েছি আমি পরিপূর্ণ ভাবে !
তুমি বলতে আমি কাপুরুষ বলেই আমি একা,
নারীসঙ্গ নেই আমার।
আমার সততার মূল্য আমি তোমার থেকে পেলাম না।
তুমি হাসতে লাগলে আর আমি ভিতর ভিতর মরতে লাগলাম।
আমি হারালাম আমার প্রেমিক সত্তা, নিজেকে নয়।
এবার প্রেম খোঁজার আগে খুঁজবো বিশ্বাস।


আমি চরিত্র নষ্ট করবো না, বিয়েও করবো না।
শুধু প্রেম করে যাবো আজীবন তাই !
কিন্তু বিশ্বাস করে কার হাতটা ধরবো ?
হাত ধরতে সময় লাগে এক যুগ
কিন্তু তা ছেড়ে যায় এক পলকে।
আবার সময়ের স্রোতে হাত ধরার অবকাশ থাকে না-
হারিয়ে যায় প্রেম, পুরুষ, প্রকৃতি...
বিশ্ব আজ বিরহী:
নারীর মন আজ অজেয়, সময়ের স্রোতে বিলীন,
পুরুষের উগ্রতা তাকে গ্রাস করতে পারে না।


বিশ্বাস হারিয়ে যাচ্ছে...
এমন দিন আসবে মানুষ নিজেই আর নিজেকে বিশ্বাস করবে না।
সেদিন মাতৃসত্তা ছাড়া কিছুই আর বেঁচে থাকবে না,
স্ত্রীসত্তা ভেসে যাবে জলে খড়কুটার মতো-
তা আঁকড়ে ধরে গভীর জলের সাথে পাল্লা দেওয়ার মতো
পৌরুষ কোনও পুরুষেরই নেই।