নারী তোমাকে দেখে মনে পড়ে গেল
বিগত সাত জন্মের রক্তক্ষয়ী সংগ্রামের কথা...
এ জন্মে আবার সেই পাপই করবো।
আগামী সাত জন্মে সেই সংগ্রামেরই ছবি আঁকবো !


নারী আমি তোমাকে ঠিক চিনেছি
কারণ তোমার নষ্ট হওয়ার হেতু আমি যুগে যুগে,
তুমি বোধহয় আমায় চিনেও চেনোনি, লজ্জায় !


কাল মহাকাল ঠিক পথ দেখিয়েই আমাকে তোমার কাছে এনেছে
তা না হলে সকল প্রলয়ের মাঝে
মহা সৃষ্টির মহা বীণা বাজতো না।


ঈশ্বর শুধু সৃষ্টি করেই ক্ষান্ত থাকেন না
তিঁনি মানুষকেও সৃষ্টি করার সুকৌশল শেখান।


নারী, আমি ডুবুরী হয়ে ডুবে যাবো সমুদ্রের অতল তলে,
ঠিক খুঁজে নিয়ে আসবো মুক্ত;
তুমি আলো হয়ে ঝরে পড় সূর্য হতে, পথ দেখাও।


প্রকৃতি নারী হলে, পুরুষ কোথায় ?
তিঁনি নর নারী উভয়েরই আধার- অর্ধনারীশ্বর।