একজন নারীর সেই শক্তি আছে-
অন্ধকার পাঁকে পড়া পুরুষকে টেনে তোলে আলোর কাছে।


একজন নারী রাখে সেই ক্ষমতা-
আলোর দিশা হারিয়ে পুরুষ খোঁজে অন্ধকার অজ্ঞানতা।


নির্যাতনের আমি বিরুদ্ধে।
এ যুগে নির্যাতিত নির্যাতিতা উভয়ই। কে আইনের ঊর্ধ্বে ?


বহু পুরুষ আছে নারীর পাশে, একথা সত্যি।
বহু নারী নারীরই শত্রু, কবির স্বীকারোক্তি।


সমান অধিকার মানে শাসন নয়।
স্ত্রী লক্ষ্মী। শোষণের অবক্ষয়।


এক সাথে হাত ধরে চলাই কাম্য।
আলো থেকে আলো।  সমাজে সাম্য।


উভয় উভয়ের পরিপূরক।
অর্ধনারীশ্বর মন্ত্রে সৃষ্টি রূপক।