ভালোবাসা নিজে এসে ধরা দেয়।
জোর করে তাকে ছিনিয়ে আনা যায় না।


যে দোকা- নারীর শ্বাস তার চিন্তাকে ঘিরে রাখে।
কবিতার নরম স্পর্শে তার চিত্ত গরম,
তাই তার ভাবনার বহিঃপ্রকাশ ঘটে না।


যে আমার মতো একা- নিজের দীর্ঘশ্বাসই ভাবনার কাণ্ডারী।
কবিতার শব্দের ভিড়ে সে আবিষ্কার করে ভালোবাসা।
সৃষ্টিকর্তা সৃষ্টিকেই ভালোবাসে।


নারীই কবিতা। পাশে থাকলে কবি ভাষা খুঁজে পান না।
আর পাশে না থাকলে কবি জেগে ওঠেন স্বমহিমায়।


নারী ছাড়া কাব্য অচল।