নারী তোমার শরীরের ওপর আমার কোনও অধিকার নেই
যতক্ষণ না তুমি সেই অধিকার দিচ্ছ আমাকে
কারণ আমি তোমায় ভয় পাই না,
আমি তোমাকে শ্রদ্ধা করি।


সকলের সাথে হেসে কথা বলি
কারণ এতে বাঁচার অনাবিল আনন্দ খুঁজে পাই
কিন্তু তোমার কাছে এসে কাঁদি:
মারা যাবো বলে নয়,
মর্গ অথবা শ্মশান থেকে ফিরে আসার আনন্দে
কারণ তোমাকে আমি ভালোবাসি।


হয়ত তোমার আমাকে কোনও প্রয়োজন নেই,
হয়ত আমারও তোমাকে কোনও প্রয়োজন নেই-
লোকে বলে তোমার সম্ভ্রম দরকার আর আমার সৃষ্টি,
তাই আমরা একসাথে আছি।
লোকে ভুল বলে কারণ তারা জানে না কেন
জীবন সময়ের হাত ধরে,
নৌকা জলে ভাসে,
বৃষ্টি নেমে আসে আকাশ থেকে
অথবা মৃত্যুর পরও মারা যায় না সত্তা...


নারী তুমি ভালো থেকো
কারণ তুমি ভালো থাকলেই
আমি শুনতে পাবো আমার প্রাণের স্পন্দন,
খুঁজে পাবো আমার মনের খোরাক,
অনুভব করবো আমার চিরন্তন সত্তাকে।