নারী, আমি আমার একশ শতাংশ তোমাকেই দিতে চেয়েছিলাম
কিন্তু সেই সততার দাম আমি পেলাম না:
আমার সততাকে তুমি দুর্বলতা ভাবলে, ভাবলে কাপুরুষতা...
প্রতিশ্রুতির কথা মনে করালে
তুমি ভাবতে আমি সন্দেহবাতিক, আমার মন সংকীর্ণ...


পথ চলতে গেলে একটাই হাত ধরতে হয়।
একশটা হাত ধরে পথ চলা যায় না।


না, আমি বলছি না যে তোমার মধ্যে কোনও খারাপ কিছু আছে-
আসলে একঘেয়ে জীবন থেকে সকলেই বেরিয়ে আসতে চায়।
একটানা পোনা মাছ খেতে খেতে পেটে চড়া পড়ে গেলে
অন্য দামী মাছের খোঁজে মানুষ বাজার যান।
আবার দামী মাছ বেশি দিন খাওয়াও যায় না, পয়সায় কুলায় না,
পোনাতেই আবার ফিরে আসতে হয়।


একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসতে তুমিই আমায় শেখালে:
এবার আর তুমি আমায় সংসারে বেঁধে রাখতে পারবে না।
আর আমি ঘরে ফিরবো না...


আমাকে নিয়ে যদি তুমি স্বাধীন হতে চাইতে,
তাহলে স্বাধীনতা হস্তক্ষেপ হওয়ার আর কোনও ভয়ই থাকতো না।
কিন্তু আমার শান্ত জীবনকে তুমি পরাধীনতা বললে-
এবার দেখবো তুমি আমাকে কী নামে ডাকো:
উচ্ছৃঙ্খল না স্বাধীন ?


পুরুষ মানুষ ভালোবাসার কাঙাল:
অল্পতে রেগে যায় আবার অল্পতে গলেও যায়।
আমি আর আজ থেকে রাগবোও না গলবোও না...