নারী তুমি আমার ঘরে পা রেখে বললে,
'এই ঘরের সকল অন্ধকার আমি দূর করে দেব।
যার যা পাপ তার ফল ভোগ করবো আমি।
আমার পুণ্যফল ভোগ করবে এই সংসারের প্রতিটা মানুষ'।


জন্মাবার পর কেঁদেছিলাম প্রকৃতির নিয়মে।
তারপর সমাজ আর আমায় কাঁদবার অধিকার দিল না,
পুরুষ বলে...
কিন্তু এবার হাউ হাউ করে কাঁদলাম-
প্রকৃতির নিয়মে নয়, সমাজকে ভয় পেয়েও নয়।


গুণে লক্ষী আর রূপে সরস্বতী বলে তোমায় ছোট করবো না-
তুমি সব শক্তির আদি শক্তি, সব মায়ার আদি মায়া:
শ্মশানচারীকেও বেঁধে ফেলো সহজে সংসারের অবিচ্ছেদ্য বন্ধনে।


শিখেছি বীরত্বই পরম ধর্ম: বীর কখনও মাথা নত করে না।
কিন্তু এবার মাথানত করলাম-
নারীর বীরত্বের কাছে নয়, নারীর ভালোবাসার কাছে।


আমি ভালোবাসার ভিখারি হয়ে আজীবন ধ্যান জপ করবো তোমার...