যে মনে নেই, সে বুকে হাত রাখলে
গা ঘিনঘিন করে ওঠে।
মনে হয় গঙ্গায় ডুব দিয়ে আসি,
তীরে উঠে মনে হয় গোটা গঙ্গাটাই অপবিত্র হয়ে গেল।
পালোয়ানের বাহান্ন ইঞ্চি ছাতি ছোট হয়ে যায়,
প্রেম মরে যায় সদ্য কেমো নেওয়া ক্যান্সার আক্রান্তের মতো।


কেবল একজন নারীরই চরণ ছুঁয়েছি-তিনি দেবী, মা।


নতুন স্পর্শ পেতে চাই যেমন
বেলা অবেলা কালবেলা ভুলে
মাঝ সমুদ্রে হারায় জাহাজ,
হারিয়ে যেতে চাই আমিও নিজের বক্ষে
নারীর হাত ধরে।


দয়া করে আনন্দ বাজার পত্রিকায় বিজ্ঞাপনটা দেবেন না
কারণ এখানে কোনও মানুষ হারাবে না,
হারাবে তার প্রেমময় অস্তিত্ব।