মা বাবার মত ছিল না
যখন আমি প্রথম আসি অভিনয় জগতে।
তারপর নাম হল, মানুষ বাহবা দিলেন-
মাটি ভরে দিল মন, ফাটল ভরা গর্তে।


চিরকালই আমি মা বাবার বাধ্য মেয়ে-
ঘর সামলেই বাইরে পা রাখি।
যা খুশি তাই নয়:
স্বাধীনতার সুন্দর ছবি আঁকি।


আমায় নিয়ে গর্ব করেন এখন মা বাবা,
বলেন, 'আমাদের অনুপ্রেরণা'।
আমায় সংসারে বাঁধতে চান।
স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করি, এটাই কামনা।


মনের মানুষ খুঁজে পেতে দেরি হল বটে-
মনের মানুষতো মনের মতোই হতে হবে।
আমার মতোই স্বাধীন, সরল সাদা সিধে:
অহংকারের লড়াই লড়বো কেন তবে !


ভগবান আমায় দুটো ছেলে দিলে,
দিলে না একটাও মেয়ে।
ছেলেদের বোঝাই মিষ্টি মুখে-
পুরুষ হও কোনও মেয়েকে না কাঁদিয়ে।


মা বাবা, সংসার সন্তান, কাজ কর্ম:
সবটাতে সুখী হওয়া কী অতোই সোজা !
আমি সব নিয়েই সুখে আছি,
নারী দশভুজা !