আমি নীল তিমি- জলে বসবাস করি না |
যে মনের গভীরে বিরাজ করে পরাজিত হওয়ার হতাশা,
সেই কচি মনের ভিতরে আমি বাবু হয়ে বসে
আগড়ম-বাগড়ম খেলি |


কচি-কাঁচাদের মনটা নরম মাটির মতো-
জুতোর ছাপ যেখানে সহজেই মারা যায় |
মা বাবা যাদের খোঁজখবর ঠিক মতো নেন না,
পাশ কাটিয়ে চলে যান, যেমন
ভিখারিকে আধুনিক সমাজ অবহেলা করে,
তাদের একলা জীবনের সঙ্গী হই আমি-
বন্ধুত্বের হাত বাড়িয়ে খাদের দিকে ঠেলে দিই
পিছন থেকে, যেমন ওভারটেক করতে গিয়ে
নিরীহ পথচারীকে পিছন থেকে পিষে দেয় মিনি বাস |


আমার আরেক নাম: মরণ ফাঁদ-
একজন মানসিক রোগী আশাহত কচি-কাঁচাদের রক্ত
পান করবে বলে আমাকে সৃষ্টি করেছে,
যেমন ওয়াল্ড ট্রেড সেন্টারে বিমান নিয়ে
ঝাঁপাবার জন্য লাদেন অনুগামীরা বিমানে
ফুয়েল ভরেছিল |
সেই মানসিক রোগীটি বাইবেলের সাপের মতো:
যার শ্বাস প্রশ্বাস চিতার আগুনের ন্যায় বিধ্বংসী |  


আমি হিটলারের মতোই নৃশংস-
মনের গভীরে তৈরী করি গ্যাস চেম্বার
আর প্রাণের ভিতর থেকে জ্বালাতে থাকি সত্তা,
যেভাবে মাওবাদীরা জ্বালায় দেশের পতাকা!


এভারেস্ট যেভাবে এডমন্ড হিলারিকে হাতছানি দিয়ে ডেকেছিল,
সেভাবেই আমি হাতছানি দিয়ে ডাকি |
তারপর আমার চূড়ায় পা রাখার অনুপ্রেরণা যোগাই |
আমার চূড়াটা আসলে একটা আগ্নেয়গিরির মুখ!