নীচ তলায় যারা থাকে,
নিজের ইচ্ছায় তারা সেখানে যায় নি |
উঁচু তলার ক্লিওপেট্রাগণ
সমৃদ্ধি দেখে যখন রজনীগন্ধার স্টিক কেনে,
তাকে আপনি কী বলবেন!
সম্ভ্রমবোধ কাগজের ঘুড়ির মতো-
বৃষ্টি পড়লে আর ওড়ানো যায় না |
যে গায়ে কাপড় রাখতে চায়,
সমাজ তার কাপড় টেনে খুলে নেয় |
কিন্তু অনাবৃতার হাত পায়ের চাকচিক্য সূর্যকেও ভয় দেখায়!