নদীতে যেমন জলের স্রোত,
জীবনে তেমন সময়ের স্রোত।


পথে যেমন চলার তাড়া,
জীবনে তেমন এগোনোর তাড়া।


ঘাটে যেমন পিছল সিঁড়ি,
জীবনে তেমন শক্ত সিঁড়ি।


আকাশে যেমন সূর্যের আলো,
জীবনে তেমন আশার আলো।


বনে যেমন সবুজের শান্তি,
জীবনে তেমন সুখ শান্তি।


বাতাসে যেমন প্রাণের হাওয়া,
জীবনে তেমন মুক্তির হাওয়া।


আগুনে যেমন ধ্বংসের তেজ,
জীবনে তেমন দুঃখের তেজ।


মাটি যেমন অপার সয়,
জীবন তেমন তাঁর আদেশ সয়।