রোজ ভাবি নতুন কবিতা লিখবো-
এমন কিছু লিখবো যা আগে কেউ লেখেনি:
নতুন ভাবনার নতুন চমক দেবো সকলকে।


নতুন কিছু ভেবেই শুরু করি
কিন্তু খেই হারিয়ে যায়।
মনে হয় সব কিছু লেখা হয়ে গেছে আগে,
বৃথা কলম ধরেছি আমি।
শব্দ অট্টহাস্য করছে আমাকে দেখে।
হাল ছাড়ি না।
খড়কুটা ধরে এগিয়ে চলি স্রোতের সাথে।
এ স্রোত সময়ের স্রোত,
জোয়ারের পচা জল নয়।
সময়ের ঘূর্ণিতে ঘুরপাক খায় ভাবনা-
তারপর লিখতে লিখতে সরে।


সব কিছু বলা হল না।
আবার লিখবো।
একদম নতুন ভাবনা।
পরের দিন ফের লিখতে বসি।
ফের যে কে সেই।


নতুন কিছু করার উদ্যম আছে,
তাই লড়ে যাই।
লড়াইটা সাচ্চা-
আজীবন শব্দ ছেপে যাই:
শুধু নতুনের আশায়...