নিজের মাকে ছোট না করে,
অন্যের মায়ের গায়ে হাত দেওয়া যায় না |
মাটির ক্ষেত্রেও ঠিক একই নিয়ম-
সেটা মানুষ বুঝেও বোঝে না |
মানুষ ক্ষমতার লোভে মানুষ মারে |
মানুষই মানুষকে যুদ্ধ করার প্ররোচনা দেয় |
যুদ্ধ না থামলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে,
তবুও মানুষ বন্ধুকে হত্যা করে নিজে বাঁচতে চায় |
কিছু মানুষ বোঝে শান্তির মূল্য
কিন্তু বহু মানুষ তাদের গায়ে দেয় থুতু |
সাদা পায়রা ওড়াতে লাগে ধৈর্য-
কালি মাখা দু হাতকে চঞ্চলতা দেয় কাতুকুতু |
বিশ্ব একটা একান্নবর্তী পরিবার
কিন্তু তার মুখ ফুটে বাহির হয় নিউক্লিয়ার!