বাঁচাতে গিয়ে ও নিজেই ফাঁসল
কারণ ওকে ঘর থেকে বেরতে দেখা গেছিল।
বাঁচাতে এল নিজে মরতে
কারণ ওকে ফাঁসিয়ে দেওয়া হল।
আসল দোষী বড় নেতা এক:
ও তাকে চিনতে পেরেছিল।
ছোটরা দিন রাতকে আলাদা করে দেখতে জানে-
বড় চোখ বুজে নীলের গায়ে লাল মাখিয়ে গেল।
সমাজটা মৃত বাঘের খাঁচা,
আইনটা ঘাপটি মারা বেয়াদব হুলো।
ফাঁসির দড়ি আজও মুখ ভেংচায়-
শুকায় না কাদের কান্না আর মরার আগে বলি দেওয়া কচি ডাব গুলো।