সময়কে হাত ধরে নিয়ে এসেছি দেখাবো বলে...
প্রথমে গেলাম সেই খেলার মাঠে
কিন্তু শৈশবকে খুঁজে পেলাম না |
তারপর গেলাম আমার ইস্কুলে
কিন্তু শিক্ষাকে খুঁজে পেলাম না |
তারপর গেলাম সেই মন্দিরে
কিন্তু ধর্মকে খুঁজে পেলাম না |
তারপর এগিয়ে গেলাম আমাদের পথ ঘাট ধরে
কিন্তু পদচিহ্ন খুঁজে পেলাম না |
তারপর এলাম নিজের বাড়িতে
কিন্তু মা বাবাকে খুঁজে পেলাম না...


ঘুমটা হঠাৎ ভেঙে গেল, দেখলাম,
সময় জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললো,
'বিচ্ছিন্নতাবোধ বিচ্ছিন্নতাবাদের থেকেও সাংঘাতিক' |


আমি এখন সুদূর আমেরিকাতে, কর্মসূত্রে |
ভারতে ফেলে এসেছি সবকিছু...