আলো আছে তাই, চিনতে অসুবিধা হয় নি অন্ধকার |
জীবনে যখন এসেছে অন্ধকার, ছুটে গেছি আলোর দিকে |


এখন আমার ভিতরের পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন-
কাল পেঁচা কর্কশ শব্দে ডানা ঝাপটে ঝাপটে
ছড়িয়ে দিচ্ছে তাকে আমার বুকের আকাশে |
  
বাইরের আকাশ মেঘলা:
দিনের সূর্যের মুখে হিজাব,
পূর্ণিমার চাঁদ লুকায় কোনও কৃষ্ণগহ্বরে,
মিটমিট তারারা সব মেঘের গভীরে নিদ্রা যায় |


আমি হাতড়ে মরি |
চেষ্টা চালাই ধরতে জীবনের একমুঠো ছন্দ |
অমলকান্তির মতো রোদ্দুর হতে চাই না,
তবে এক চিলতে নরম রোদ ধরার আশায় বুক বাঁধি |


অন্ধকার ক্ষণস্থায়ী |
ছন্দ চিরস্থায়ী: নদীর মতো বেগবান |