কেউ অন্যায় বরদাস্ত করে না
কিন্তু অন্যায় করতে কেউ পেছপা হয় না।
অপরের দোষ ধরতে কারো সময় লাগে না
কিন্তু নিজের দোষ স্বীকার করতে কেউ এগিয়ে আসে না।
কখন কীভাবে কী রকম শাস্তি দিতে হবে তা সবাই জানে
কিন্তু নিজের অপরাধের শাস্তি শুনলে মানুষ বিহ্বল হয়ে পড়ে।
মানুষ মাত্র শুনেছি নাকি ভুল হয়
কিন্তু এই কথাটা নিজের ক্ষেত্রে খাটে, অপরের ক্ষেত্রে কখনও নয়।
সাহস বলতে সবাই দুঃসাহসকেই বোঝায়
কিন্তু সৎসাহস কারো নেই।


ভিড়ের ভিতর মানুষই হারিয়ে গেছে।
এখন চারদিকে শুধুই অন্যায়ের ভিড়।