সব রোগেরই ওষুধ আছে।
সঠিক সময় সঠিক ওষুধটা খেতে হয়।
ওষুধ মানে শুধু গুলি খাওয়া নয়,
ব্যায়ামও এক ধরণের ওষুধ।
মুখের কথা...এক গাল হাসিও...।


ডাক্তারবাবু ওষুধ লেখেন।
বহু ওষুধের নাম জানে সমাজ বন্ধু।
পরিবার পরিজন বাক্সে রাখে ওষুধ।
বিধাতাও ওষুধ মজুত করেন ডিব্বায়।


বহু ক্ষেত্রে ওষুধ রোগ নির্মূল করে।
বহু ক্ষেত্রে ওষুধ রোগ বাড়িয়ে দেয়।


তাই সঠিক সময়ে সঠিক লোকের পরামর্শ নিয়ে
সঠিক ওষুধ খাওয়া দরকার।
ওষুধ খাওয়ার আগে ওষুধের নাম পড়ে নিন,
ওষুধের এক্সপায়ারি ডেট দেখে তবে ওষুধ খান।
অনেক ক্ষেত্রে রোগ হলে ওষুধ খেতে নেই!
আবার সব রোগের ওষুধ সকলের জানা নেই!


মনে রাখবেন প্রত্যেক মানুষের মধ্যে
যেমন একজন ডাক্তার থাকেন,
ঠিক তেমনই একজন হাতুড়েও লুকিয়ে থাকে...
নিজের থেকে হাতুড়ে তাড়ালে,  
সমাজ থেকেও হাতুড়ে চলে যাবে।
ডাক্তার ডাক্তারি করার আরো সুযোগ পাবেন!


ভেদাভেদ ভুলে গড়ে উঠবে সুসম্পর্ক!