ওটা অভিনয়:
কারো কায়া আমার ছায়ায় রাখেনি পা,
আমার কায়ার ছায়া শুধু তুমি-
সে হারায়নি সত্তা।


আমি অভিনয় করি:
ওটা আমার জীবন ও জীবিকা।
জীবনটা অভিনয় নয়, জীবনের পথে জীবিকার পদচিহ্ন...
তোমায় আমায় দোকা।


সমুদ্রের ঢেউ ক্ষণস্থায়ী।
গড়ে আর ভাঙে।
গভীরতাই মাপকাঠি।
শত অপবিত্র হাত ধুলেও,পবিত্রতা বয় গাঙে।


তোমায় ছাড়া-
নৌকা আছে, মাঝি নেই।
তোমায় ছাড়া-
জীবনের পথে ছড়ানো শেষ বেলার খই।


ভুল বোঝা রাতের আঁধার
দেখুক ভোরের সূর্যোদয়।
ভুল করা সন্দেহে
অহংকার করুক ভয়।


পৃথিবী নাট্য মঞ্চ,
আমরা অভিনেতা অভিনেত্রী।
সত্য যুগের যুক্তির হোক অবসান,
কলিতে ঘটুক তার অবলুপ্তি।