কার মন কার প্রতি?
কার মনে বিদ্বেষ?
কখনো রোদ, কখনো ছায়া-
এই শুনলাম ভালো কথা,
এই সমালোচনার কেন্দ্র বিন্দু।
আগে খুশি নিয়ে লাফাতাম
অথবা এক বুক ব্যথা নিয়ে যেতাম বসে।
এখন এক কান দিয়ে শুনি,
আরেক কান দিয়ে তাড়িয়ে দিই।
কথা ধরার সাথে ব্যথা হওয়ার যোগ নিবিড়।
যে কালা, সে সব থেকে সুখী।
যাকে যেমন, যেথায় যেমন, যখন যেমন...
সুযোগ বুঝে জবাব,
তবে প্রতিহিংসা নয়।
বোবার শত্রু আছে বৈকি!
শান্তিপুরী ভদ্রতা বজায় রাখা-
কেউ যেন আঙ্গুল তুলে বলতে সাহস না পায়,
খারাপ মানুষ- ভালো খারাপের সংজ্ঞা এখন আলাদা।
রক্তের সম্পর্ক ঠকায়-
পাশে দাঁড়ায় দূরের মানুষ,
যখন কাছের মানুষ মুখ ফেরায়।