সৃষ্টি শুনেছি স্রষ্টার আদলে গড়ে ওঠে,
যেমন সন্তান গড়ে ওঠে মা বাবার আদলে |
মানুষকে যিনি সৃষ্টি করেছেন-
তা তিনি প্রকৃতি হোন বা ভগবানই হোন-
তিনি একচোখা | এই  স্বভাবটা মানব প্রকৃতিতেও বিরাজ করে |
একদল মানুষ ঐশ্বর্যের প্রাচুর্যে মদমত্ত হয়ে থাকে
আর একদল হাভাতে হয়ে
ছেঁড়া হাফপ্যান্ট আর ফাটা কামিজ পরে পথে পথে ঘুরে বেড়ায় |  
কেন এই বৈষম্য?
এর কী কোনও প্রতিকার নেই!
না, কারণ বৈষম্য মানব মনে
আর তা গড়েছেন যিনি, তিনিই পক্ষপাতী |


অনেক কেনর উত্তর আমরা পাই না-
যেমন, কেন একদল মানুষ সারা জীবন সুখী
আর কেনই বা আরেক দল মানুষ দুঃখে দিন কাটান আজীবন?
এর উত্তর প্রকৃতি বা ভগবানের কাছেও নেই
কারণ আনমনা শিশু সবসময় উত্তর দিয়ে প্রস্তুত নয় |
মনে হল, কারো হাতে বিদেশী চকলেট ধরিয়ে দিল,
আবার মনে হল, কারো পাতে জল ঢেলে দিল |


পক্ষপাতিত্বই পুঁজিবাদের হেতু
আর বৈষম্য হল পক্ষপাতিত্বের অপর নাম |