পৃথিবীতে সময় এখন নিশ্চুপ-
যদিও পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে,
চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে...
মানব জীবন জঞ্জালের স্তূপ!


আমি দাঁড়িয়ে আছি সময়ের দরবারে-
থমকে যাওয়া জীবনের হিসাব নেবো বলে,
হারানো জীবিকার জরিপ করবো বলে...
মানব সত্তার অন্তিম সংস্কারে!


পৃথিবীতে আজ প্রাণের ঠাঁই নেই-
হাহাকারের ভিড়ে চিৎকার শুনি,
মৃত্যুর ভিড়ে আর্তনাদ শুনি...
মানবতা নিরুদ্দেশ, হারানো খেই!


জীবন বড় না জীবিকা বড়-
প্রশ্ন সামান্য হলেও উত্তরের পরিধি বড়!