কেউ কুকুর পোষে,
কেউ বা বিড়াল...
আমারও একটা পোষ্য আছে-
সেটা সবথেকে বড় ভয়াল |


সে পোষ্য জ্বালায় আমায় ভিতর থেকে!
লোকে বলে, 'রাগ পুষো না বুঝলে |
নিজেকে কষ্ট দিয়ে কী লাভ'!
আমি বলি, 'প্রতিবাদ প্রতিরোধ দেবে এখনই জল ঢেলে' |


যতক্ষণ না দু শব্দের প্রয়োগ আমি করি,
ততক্ষণ ঠাঁই নেই নিজের অন্তরে |
প্রয়োগ করলে জ্বালা জুড়ায়-
প্রাণের হওয়া বয় মনের গভীরে |