একজন প্রফেসর ডাকলেন প্রিন্সিপালকে নাম ধরে-
সম্পর্কে তারা স্বামী স্ত্রী।
এর থেকে অশান্তির সূত্রপাত ঘরে-
রেগে গিয়ে বললেন পত্নী,
' আমার সম্মান হয়েছে হানি ' ।
পতি বললেন, ' মাফ করো আমায়।
তুমি যে উপরে: এ আমি জানি।
আজ থেকে বলবো, ম্যাডাম, সব সময় ' ।
' ঘরে কেন, শুধু কলেজেই ওই নামে ডেকো।
ঘরে মোরা দুই বন্ধু: কপোত কপোতী '।
' তুমি উঁচু, সদা উঁচুতেই থেকো '।
' কিন্তু প্রেমে এসব হয়না পতি।
ঘর বাহির এক নয়, জানোতো।
ঘরে থাকে অন্তর, বায়রে কাজ মর্যাদা '।
' বুজলাম, আমি তোমার মনের মতো।
তোমার পাশেই থাকবো সদা ' ।