প্রণাম লহ হে-
দার্শনিক রবির অনন্ত কিরণ,
ধানসিঁড়ি নদীর স্বচ্ছ জলরাশির জীবন স্বরূপ অনাবিল আনন্দ,
আশাবাদী সুকান্তের পূবের সূর্যোদয়,
প্রতিভাবান সুকুমারের অজেয় কলম...


হৃৎপিন্ডের রক্ত দিয়ে চরণ দুটি ধুয়ে দিই-
তুমি বিদ্রোহী, বিদ্রোহী তুমি, বিদ্রোহী তোমার নাম।
ফোঁটা ফোঁটা জলে এক সমুদ্র-
ক্ষুদ্র জীবাত্মা মেলে পরমাত্মার অসীমে।
হাজার হাজার বিদ্রোহীর মুখ...
তাঁরই আশীর্বাদে জন্ম...তাঁরই সন্তান সব...
তাদের ভিতর দিয়েই তাঁর অনন্ত প্রকাশ-
যেমন মানুষের মধ্যে ঈশ্বর...