পুজোর ছড়া


১)


মন এখন আর ভাবে না-
হারিয়েছে সে থিমের ভিড়ে।
সৌন্দর্য থিমে নেই, আছে হৃদয়ে-
ভক্তি তাই দাঁড়িয়েছে পরাজয়ের কিনারে।  


২)


আবেগ দিয়ে ভালোবাসা শেষ পর্যন্ত ঠকায়।
যুক্তির প্রেমেই ভক্তি আছে-
বিবেচনায় প্রণাম করি।
যুক্তিহীন ভক্তিতে পুজো সীমাবদ্ধ জীবনের কাছে।


৩)


উৎসবে মাতে মন, উৎসবে মাতে বাঙালি।
উৎসবটাই খাঁটি, তবে ভক্তি ছাড়া নয়।
যে উৎসবে ভক্তি নেই, সেই উৎসব মলিন।
ভক্তি বিহীন উৎসবে মানুষের পাতে কাকেরা খায়।


৪)


পুজো করেন ঠাকুরমশাই, পুজো করি আমরা।
এ পুজো মানের, সম্মানের ও শ্রদ্ধার।
উৎসবের ভিড়েই পুজো হয়,
উৎসবের ভিড়েই পাপের উদ্ধার।  


৫)


সারা বছরই পুজো, সারা বছরই উৎসব।
এই কটা দিন কেবল ব্যস্ততা।
সারা বছর আমরা যেন না হারাই সংস্কৃতি।
এই কটা দিন আমরা যেন না হারাই সততা।