সূর্য ওঠে। অস্ত যায়।
প্রকৃতির নিয়ম মেনে।
দিনে কোলাহল। রাত নিঝুম।
মানুষ মরণশীল- যম এসে বলে গেছেন কানে।


রবি মধ্য গগনে অটল, স্থির।
আদি নেই, অন্ত নেই- জানেন স্বয়ং ঈশ্বর।
কবিতার আলোয় আলোকিত চারদিক।
প্রাণের স্পন্দন অবিনশ্বর।