জলে ভেসে ওঠে মৃতদেহ-
খুন করে কেউ ফেলে দেয়নি লাশ:
জলের গভীরে থাকা জীবন হারিয়েছে জীবনের গভীরতা।
রুই কাতলা, এমনকী কচ্ছপও রেহাই পায়নি!


মনে ধর্মের স্রোত,
তবু জলের স্রোতে মনের বর্জ্যের ঠাঁই।
শব্দ দানব কেড়ে নিয়েছে জীবনের শব্দ-
পাখিরা নিরুদ্দেশ, বাসা শূন্য মানব হৃদয়ের মতো।


পুজো প্রকৃতি প্রেম একসাথে বাঁধা-
মান হুঁশ হারানো জীবনের কাছে
জীবনের গভীরতা পুরোপুরি অধরা।
জলের গভীরে সূর্যের আলো হারায় সত্তা!