কাজই সফলতার সেতু বন্ধন করে-
যে কর্ম করে, ভোরের সূর্যের অনাবিল আলো,
তার ঘরের জানালা দিয়ে প্রবেশ করে...
আর যার হাতে কাজ থেকেও নেই:
হয় আলোর অভাবে সে চোখে দেখতে পায় না
অথবা অতি আলোয় চোখে অন্ধকার দেখে...


রোবট মানুষের চিন্তা শক্তির ফসল |
রোবট ও মানুষ দুজনেই কাজ করে
কিন্তু রোবট চিন্তা করতে পারে না-
এখানেই তার বিপদ |
মরে বেঁচে থাকা বলতে যা বোঝায়!
মানুষের মনে বহু চিন্তা:
ভেবে চিনতেই সে কাজ করে |
তাই কাজের ভিড়ে অবকাশ হারানো উচিত নয়-
অবকাশ হারানো মানে চিন্তা শক্তি হারানো |


মানুষ যদি রোবট হয়ে যায়,
সৃষ্টি ধ্বংস হবে-
যে মানুষের মনে চিন্তা নেই, সে মৃত |
দুনিয়াটা ভরে যাবে কবরে কফিনে-
শ্বাস বায়ু সমুদ্রের ঢেউয়ের মতো
বারবার ধাক্কা মারবে নীরব বালির নিস্তব্ধ বুকে |