'উপলব্ধি কী'?


'নিজেকে আবিষ্কার করা'।


'কীভাবে নিজেকে আবিষ্কার করবো'?


'আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে প্রশ্ন করো।
আমার মধ্যে ভালো কী আছে?
আমার মধ্যে খারাপ কী আছে?
যেগুলো ভালো গুণ, সেগুলো শুনে রাখো।
যেগুলো খারাপ গুণ, সেগুলো লিখে রাখো।
একবার নয় বারবার-
বারবার শোনো, বারবার লেখো।
দেখবে, নিজেকে খুব সহজেই চিনতে পারবে'।


'নিজের গুণ বারবার শুনলে কী হয়?
নিজের দোষ বারবার লিখলে কী হয়'?


'গুণের ভিড়ে দোষ হারিয়ে যায়'।


'তার ফলেই কী আবিষ্কার হয়'?


'সঠিক'।


'আবিষ্কার হয়েছে কীভাবে বুঝবো'?


'যখন কেবলই শোনার থাকবে, কিছু লেখার থাকবে না'।


'আয়না যদি উত্তর না দেয়'?


'সে তোমার বিবেক। তুমি ঘুমোলেও, সে সদা জাগ্রত থাকে।  
অতএব সে উত্তর দিতে বাধ্য'।


'আবিষ্কার কেবল বিজ্ঞানীরাই করেন, আমরা তো অতি সাধারণ মানুষ'!

'জানবে, সকলের মধ্যেই একজন বিজ্ঞানীর বাস
আর যে প্রথমে নিজেকে আবিষ্কার করে, সে আসল বিজ্ঞানী'।